Sunday, July 28, 2013

Advantages of optical fiber

■ 1. High bandwidth and potential Long distensahCopper cable's bandwidth optical fiber, which is more than can be at much higher data transfer. The maximum bandwidth of the optical fiber and copper cables above 10 gbps of bandwidth to a maximum of 1 gbps. Glass than ten thousand times the power of light, and the transparent glass is used as the data to be transmitted much faster. On second and ten billion times - the Laser Beam mode of data is transmitted through the fiber apatikse. Transfer of optical fiber stalk distance ranges from 300 m to 40 km and a maximum of 100 m of copper cable.
■ The. Short range and low ojanahMuch less than the circumference of the optical fiber and the glossy hair. He's been on the periphery of the fiber protective coating the copper cables of less than. Fiber is lighter than copper. Mr. telecommunication copper cables kih 700 tons of weight 0. This is the same only if it is made of fiber glass, only 7 kg.
■ 3. Electrical aisolesana muktahDaiilektrika optical fiber. Glass or plastic polymer made of the optical fiber just like other gharsane spark or short - circuit is caused.
■ 4. Electrical intarapharensa muktahNoise is a common transmission line intarapharensa electromagnisom specification is based on the origin. Kanadaktarera flow of electrons through the magnetic field, which is generated from the flow of current. Since the optical fiber, the light signal passes Electrical intarapharensa's so trouble free.
■ 5. High signal sikuritihOptical fiber, copper cable, so it's not like the signal radiator risibare guarantee of obtaining the maximum signal.
■ 6. Low transmission lasahThe development of optical fiber and 0 years of work and improvements are coming. The optical fiber is currently produced better quality than any copper wire causes a very low transmission loss.
■ 7. Low kastahOptical fiber to create a material cost has been decreasing day by day. Long transmission lines in order to reduce the cost of copper wire tulanaya. Lifetime ones.

 Photo: অপটিক্যাল ফাইবার নিয়ে চেইন পর্বের আজ দিবো ৩য় পর্ব- 
■ অপটিক্যাল ফাইবার (পর্ব-৩): 

►অপটিক্যাল ফাইবারের সুবিধাঃ

■ ১. হাই পটেনশিয়াল ব্যান্ডউইডথ ও লং ডিস্টেন্সঃ 
অপটিক্যাল ফাইবার ব্যান্ডউইডথ বেশী যার ফলে কপার কেবল এর চেয়ে কম সময়ে অনেক বেশী ডাটা ট্রান্সফার করতে পারে। অপটিক্যাল ফাইবার এর সর্বোচ্চ ব্যান্ডউইডথ ১০ gbps এর উপরে আর কপার কেবল এর ব্যান্ডউইডথ সর্বোচ্চ ১ gbps ।কাঁচের তুলনায় দশ হাজার গুণ স্বচ্ছ কাচ ব্যবহার করা হয় এবং এর ফলে আলোক শক্তি রূপে তথ্য অনেক দ্রুততার সাথে প্রেরণ করা যায়। সেকেন্ডে দশ বিলিয়ন বার অন-অফ মোডে রেখে লেজার রশ্মির মাধ্যমে ফাইবার অপটিক্সে তথ্য প্রেরণ করা হয়। অপটিক্যাল ফাইবারের ডাঁটা ট্রান্সফার এর ডিসটেন্স রেঞ্জ ৩০০ মিঃ থেকে ৪০ কিঃমিঃ আর কপার কেবল এর সর্বোচ্চ ১০০ মিঃ।

■ ২. ছোট পরিধি ও কম ওজনঃ 
অপটিক্যাল ফাইবার এর পরিধি অনেক কম এমনকি মানুষের চুলের চাইতেও চিকন। ফাইবার এর উপর প্রতিরোধক প্রলেপ দেওয়ার পরও এর পরিধি কপার কেবল এর চেয়ে অনেক কম। ফাইবার কপার তুলনায় অনেক হালকা। ৭০০ কিঃ মিঃ টেলিযোগাযোগ কপার কেবলের ওজন ২০ টন। এই একই কেবল যদি ফাইবার দিয়ে বানানো হয় তাহলে লাগে মাত্র ৭ কেজি কাঁচ।

■ ৩. ইলেক্ট্রিক্যাল আইসোলেশন মুক্তঃ 
অপটিক্যাল ফাইবার ডাইইলেক্ট্রিক। গ্লাস অথবা প্লাস্টিক পলিমার দিয়ে তৈরি ফলে অপটিক্যাল ফাইবার অন্যান্য কেবল এর মতো ঘর্ষণে স্পার্ক বা সর্ট-সার্কিট ঘটায় না।

■ ৪. ইলেক্ট্রিক্যাল ইন্টারফারেন্স মুক্তঃ 
ট্রান্সমিশন লাইনে ইন্টারফারেন্স একটা কমন নয়েজ যা ইলেক্ট্রোম্যাগনেটিজম এর বৈশিষ্টের উপর ভিত্তি করে উৎপত্তি হয়। কনডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে যা কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে। যেহেতু অপটিক্যাল ফাইবার লাইট সিগন্যাল পাস করে তাই ইলেক্ট্রিক্যাল ইন্টারফারেন্স এর ঝামেলা মুক্ত ।

■ ৫. উচ্চ সিগন্যাল সিকুরিটিঃ 
অপটিক্যাল ফাইবার কপার কেবল এর মতো সিগন্যাল রেডিয়েট করে না ফলে এটি রিসিবারে সর্বোচ্চ সিগন্যাল পাবার নিশ্চয়তা প্রদান করে।

■ ৬. লো ট্রান্সমিশন লসঃ 
প্রায় ২০ বছর ধরে অপটিক্যাল ফাইবার নিয়ে বিজ্ঞানীরা কাজ করে আসছে এবং এর উন্নতি সাধন করে আসছে। তাই বর্তমানে উৎপাদিত অপটিক্যাল ফাইবার উন্নত মানের যে কোনো কপার তারের তুলনায় খুব কম ট্রান্সমিশন লস ঘটায় ।

■ ৭. লো কষ্টঃ 
অপটিক্যাল ফাইবার তৈরির উপাদান খরচ দিন দিন কমে আসছে। লং ট্রান্সমিশন লাইনের জন্য এটি কপার তারের তুলানায় খরচ কম। লাইফ টাইম বেশী। 

চলতেই থাকবে ...... 
আজ এতটুকুই। 


■ আর যারা ২য় পর্ব মিস করেছেন তাদের জন্য ২য় পর্বের লিঙ্ক >(https://www.facebook.com/photo.php?fbid=417684865014773&set=pb.292615837521677.-2207520000.1374936410.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-b-a.akamaihd.net%2Fhphotos-ak-ash3%2F943654_417684865014773_2015747727_n.jpg&size=720%2C646)


(লেখাটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের জানাতে শেয়ার করুন)

★★Created BY>Admin>https://www.facebook.com/md.masudrana.mr9sm ★★

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About