Tuesday, July 30, 2013

what is cuk converter?

D is the Cuk converter. C. and D.. C converter, step-up and step-down the input bholtejake can be both.It is switched on / off by holding indaktara and kyapasitare energy. But the Buck, Boost, Buck - Boost kanabhartare input energy is stored in a large indaktare the cuka kanabhartarera (Ćuk converter) during the large-scale kyapasitare.Ćuk converter-A of the Current State of the indaktara capacitors charge and store energy. On the estate is to discharge a load of indaktara.Indaktara the capacitors charge and discharge more stable karentata justly, Keywords: Ripple is less. Convert the DC input from the battery to the DC iphisiyentali. Indaktara been around for awhile to come karentata kansatyanta ... The DC output. C is much more smooth and free Keywords: Ripple

It's named after the designer Slobodan Ćuk called from Ćuk convert

Photo: Cuk কনভার্টার হচ্ছে ডি.সি থেকে ডি.সি কনভার্টার, যেটা ইনপুট ভোল্টেজকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন দুটোই করতে পারে। 
এটা সুইচ অন/অফ করে ইন্ডাক্টর ও ক্যাপাসিটরে এনার্জি ধরে রাখে। কিন্তু অন্য বাক, বুস্ট, বাক-বুস্ট কনভার্টারে ইনপুট এনার্জি সংরক্ষণ করা হয় বড় আকারের ইন্ডাক্টরে আর চুক কনভার্টারের (Ćuk converter) বেলায় করা হয় বড় আকারের ক্যাপাসিটরে।

Ćuk converter-এ অফ স্টেটে একটা ইন্ডাক্টর হয়ে কারেন্ট এসে ক্যাপাসিটর চার্জ হয় এবং এনার্জি স্টোর করে। অন স্টেটে আর একটা ইন্ডাক্টর হয়ে লোডে ডিসচার্জ হয়।
ইন্ডাক্টর হয়ে ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ হওয়াতে কারেন্টটা বেশি স্ট্যাবল, রিপল কম থাকে। ফলে ইনপুট ব্যাটারি অনেক ইফিসিয়েন্টলি ডিসি থেকে ডিসি কনভার্ট করে। অল্প সময়ের জন্য ইন্ডাক্টর হয়ে আসা কারেন্টটা প্রায় কন্সট্যান্ট... তাই আউটপুট ডি.সি অনেক বেশি স্মুথ ও রিপল ফ্রি পাওয়া যায়

ডিজাইনার Slobodan Ćuk এর নামানুসারে একে Ćuk converter বলা হয়ে থেকে।

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About