Sunday, July 28, 2013

Battery talk:


The battery is a very useful product. This is the type of battery. Such as -The first 2ta byatarike can be divided into:1.Primary: tataksanika use, it can not charge. Disposable. [Elakalaina, (Zinc carbon than most seen, due to cheap)] is.Secondary: rechargeable battery. The charges are used.Battery cell:Depending on the used batteries ilekatrolaitera1.Dry Cell:That they have ilekatrolaita paste or dried kemikelera the dry cell [Pencil, lithium-ion, button cell, etc.].Advantages: easy maintenance, bhenata gas tube is not so.Disadvantages: expensive, very sensitive charges, not just the quality of the battery can be nasata. It takes more time to charge.The.Wet CellThe underlying ilekatrolaita liquid [Lead Acid battery or the vehicle] is the wet cell. Egulote heavy metal lead, acid drabane is dubano.Advantages: kamadama, stronger, stronger, availableDisadvantages: charges at the time of the gas is running to keep the tubes are vents. Electrolyte level should be observing. Support leak and fire burn, consuming.AGM battery is the sort of [ebajarbada glass mat] in the electrolyte and the lead plates are used in the glass mats, the electrolyte is absorbed by the glass mat.Advantages: low maintenance, does not require bhenatim, charges quickly, can be placed anywhere.Disadvantages: Expensive, High Volt charges the battery may be damaged.

Photo: ব্যাটারি নিয়ে কিছু কথা : 

বর্তমানে ব্যাটারি খুবই প্রয়োজনীয় পণ্য। এই ব্যাটারির রয়েছে নানা প্রকারভেদ । যেমন - 

এই ব্যাটারীকে প্রথমে ২টা ভাগে ভাগ করা যায়:
১। 
প্রাইমারি: তাতক্ষনিক ব্যবহার, চার্জ দেয়া যায়না। ডিসপোজেবল। [এলকালাইন, (জিংক কারবন সবচেয়ে বেশী দেখা যায়, সস্তার কারনে)]২।
সেকেন্ডারি: রিচার্জেবল ব্যাটারি। ব্যবহারের আগে চার্জ করে নিতে হয়।

ব্যাটারি সেল:
ব্যাটারিতে ব্যবহৃত ইলেকট্রোলাইটের উপর নির্ভর করে

১। 
ড্রাই সেল:
যে গুলোর ইলেকট্রোলাইট পেস্ট বা শুকনো কেমিকেলের থাকে সেগুলো ড্রাই সেল [পেনসিল, লিথিয়াম আয়ন, বাটন সেল ইত্যাদি]।
সুবিধা: রক্ষনাবেক্ষন সহজ, ভেনট টিউব নেই তাই গ্যাস নেই।
অসুবিধা: দামি, চার্জের ব্যাপারে সেনসিটিভ, মান ঠিক না থাকলে ব্যাটারি নষট হতে পারে। চার্জে সময় বেশি লাগে।

২। 
ওয়েট সেল
যে গুলোর ইলেকট্রোলাইট তরল [ লেড এসিড বা গাড়ির ব্যাটারি] থাকে তা ওয়েট সেল। এগুলোতে ভারি সিসার পাত, এসিড দ্রবনে ডুবানো থাকে।
সুবিধা: কমদাম, মজবুত, শক্তিশালি, সহজপ্রাপ্য
অসুবিধা: চার্জের সময় ক্ষতি কারক গ্যাস নির্গমন হয় তাই ভেন্ট টিউব রাখতে হয়। ইলেক্ট্রোলাইট লেভেল পর্যবেক্ষনে রাখতে হয়। লিক করে এবং আগুন জ্বলতে সহায়ক, ক্ষয়কারক।

আর একধরনের ব্যাটারি হল এজিএম [এবজর্বড গ্লাস ম্যাট] এতে ইলেক্ট্রোলাইট ও সিসা প্লেট এর মধ্যে গ্লাস ম্যাট ব্যবহার করা হয়, ফলে ইলেক্ট্রোলাইট গ্লাস ম্যাট দ্বারা শোষিত হয়।
সুবিধা: রক্ষনাবেক্ষন কম, ভেনটিং এর প্রয়োজন হয়না, চার্জ হয় দ্রুত, যেকোন স্থানে বসানো যায়।
অসুবিধা: ব্যয়বহুল, চার্জের হাই ভোল্ট হলে ব্যাটারি নষ্ট হতে পারে।

(তথ্য গুলো ভালো লাগলে লাইক করুন ও সকলের সাথে শেয়ার করুণ)

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About