Tuesday, July 30, 2013

P & P (PNP) transistors diagnose

P n P (PNP) tranajistarera the two pin negative (-) and a pin is positive (+) is. See the following figure, Figure madhyakhanera pin down the (+) Common pin. In the case of m positive pinata tranajistarera madhyakhanera pins (2nam) to connect and m negative pinata first tranajistarera 1 of the pin and the next 3 pin connection, and the connection of the two meters of the show will (if P ena P (PNP) the transistors), usually in the way we ena P & P (PNP) transistors can be determined.
However, today the transistors just had to post it, but due to shortage of time is 1 pm. Tomorrow I'll inasaallah rest.

 Photo: পি এণ পি (PNP) ট্রানজিস্টর নির্ণয়,

পি এন পি (PNP) ট্রানজিস্টরের ক্ষেত্রে দুইটা পিন নেগেটিভ (-) এবং একটা পিন পজিটিভ (+) হয়। নিচের চিত্রে দেখুন, চিত্র অনুযায়ী মধ্যখানের পিন টা (+) কমন পিন। এ ক্ষেত্রে মিটারের পজিটিভ পিনটা ট্রানজিস্টরের মধ্যখানের পিনের (২নং) সাথে সংযোগ করতে হবে এবং মিটারের নেগেটিভ পিনটা প্রথম বার ট্রানজিস্টরের ১নং পিনে ও পরের বার ৩নং পিনে সংযোগ করতে হবে, এভাবে সংযোগ করলে দুই বার মিটারের কাটা শো করবে (যদি পি এণ পি (PNP) ট্রানজিস্টর হয়), সাধারণত এ ভাবেই আমরা পি এণ পি (PNP) ট্রানজিস্টর নির্ণয় করতে পারি।
যদিও আজকে ট্রানজিস্টর নিয়া ২ টা পোস্ট দেওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারনে ১ টা দিলাম। ইনশাআল্লাহ্‌ আগামী কাল বাকি টা দিব।

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About