Friday, June 14, 2013

phota diode definition

Ans:
The structure of an optical receiver is simple consisting of just a photodiode to produce the electrical current and an amplifier But do not be fooled it is far more complex to design a really high performance optical receiver The structure of an optical receiver is simple: consisting of just a photodiode to produce the electrical current and an amplifier.
 Photo: ►ফটো ডায়োড (Photo Diode):

যদি একটি জাংশন ডায়োডকে স্বল্প আবরণের মধ্যে রাখা হয় তবে তাকে ফটো ডায়োড বলে। সুতরাং ফটো ডায়োড হলো এমন এক ধরনের ডায়োড যার উপর আলোক রশ্মি পতিত হলে এটি কাজ করে এবং এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। জেনার ডায়োডের মতো ফটো ডায়োডও রিভার্স বায়স অবস্থায় ব্যবহার করা হয়। ফটো ডায়োডের বৈশিষ্ট্য হচ্ছে, এর উপর আলো পরলে এর লিকেজ কারেন্টের পরিবর্তন ঘটে। আর কতটা লিকেজ কারেন্ট পরিবর্তন হবে তা নির্ভর করে পতিত আলোর পরিমাণের উপর। 

►ব্যাবহার:

বিভিন্ন ইলেক্ট্রনিক্স সার্কিটের সাহায্যে চোর তাড়াবার যন্ত্র, আগুনের এলার্ম প্রভূতি তৈরীতে এই ফটো ডায়োড ব্যবহৃত হয়। তাছাড়া বাণিজ্যিক ভিত্তিতে কম্পিউটারের পাঞ্চ কার্ভ দ্রুত পড়ার জন্য, আলোর উপস্থিতি নির্ণয় করার জন্য, চলচ্চিত্র ও ফিল্মের শব্দ পুনঃ উৎপন্নের জন্য এই ফটো ডায়োড ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

Admin: © Masud Rana ©

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About